জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহাকবি ভাসের রচিত নাটক ‘স্বপ্নবাসবদত্তা’ মঞ্চস্থ হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে নাটকটির মঞ্চায়ন করা হয়।
বিভাগের জিয়া হায়দার ল্যাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিন দিনব্যাপি ওই নাটকের প্রদর্শনী হয়।
নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মামুন রেজা নাটকটির নির্দেশনা দেন।
স্বপ্নবসাবদত্তা নাটকের গল্পে দখদাররাজা আরুণি বৎস্যের রাজ্য দখল এবং রাজা উদয়নের পাশের রাজ্য মগধে আশ্রয় লাভের চিত্র উঠে আসে।
মগধের রাজা দর্শকের সহযোগিতায় নিজ রাজ্য ফিরে পেতে উদয়নের মন্ত্রী যৌগন্ধরায়ণ দৈববাণী অনুসারে কৌশল গ্রহণ করেন।
উদয়নের স্ত্রী বাসবদত্তা অগ্নিকাণ্ডে মারা গেছেন, এমন কথা প্রচার করে তিনি রাজা দর্শকের ভগিনী পদ্মাবতীর সঙ্গে রাজা উদয়নের বিয়ের পরিকল্পনা করেন।
সূক্ষ্ম পরিকল্পনায় বাসবদত্তার সামনেই উদয়ন ও পদ্মাবতীর বিয়ে হয়। এরপর রাজ্য ফিরে পাওয়ার লড়াইসহ বাসবদত্তার আবারও স্ত্রী রূপে ফিরে আসার ঘটনাপ্রবাহে নাটকের দৃশ্য এগিয়ে যায়।
নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, ‘প্রাচীন ভারতীয় সংস্কৃত নাট্য সম্ভার অত্যন্ত সমৃদ্ধ। মহাকবি ভাস ওই যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। ভরত নাট্যশাস্ত্রের বিভিন্ন উপাদানের শিক্ষা ও চর্চায় নব প্রজন্মের শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান অর্জন এ প্রযোজনার মূল লক্ষ্য।’
নাটকটিতে মঞ্চ পরিকল্পনা খাইরুল বাশার, আলোক পরিকল্পনা মেহেদী তানজির ও হীমাদ্র কাজী ও পোশাক পরিকল্পনা করেন নুসরাত শারমিন।
আবহ সংগীতে ছিলেন শাহিনুর ইসলাম ও মাহফুজুর রহমান এবং নৃত্য ও চলন পরিকল্পনা করেন ঐশী দাস একা।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফয়সাল, মাহফুজুর রহমান, লিমন আহমেদ, অমি সরকার, বিপ্তন কুমার বিশ্বাস, ফিরোজ মাহমুদ, মাহফুজুর রহমান, রাজন বিশ্বাস, মনি রানী দে, শ্রেয়সী ভাদুড়ী, রেজওয়ানা সুলতানা কনা, লিমা রানী ভক্তি, জুবাইদা খানম, জান্নাতুল ফারিয়া প্রীতি, ঋতু দাস।