বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেন দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন না অমিতাভ-অভিষেক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ মে, ২০২৩ ১১:১১

অভিনেতা অভিষেক বচ্চন বলেন, ‘আমরা সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি। সেটা পেলেই দুজনে কোমর বেঁধে নেমে পড়ব একসঙ্গে ছবিতে কাজ করতে।’

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন প্রায় ২৩ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য হয়েছে অভিষেকের।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহেনা’, যশরাজ ফিল্মসের ‘বান্টি ওর বাবলি’ থেকে শুরু করে রাম গোপাল বর্মার ‘সরকার’, ‘সরকার রাজ’-এর মতো ছবিতে একত্রে ধরা দিয়েছেন রিয়েল লাইফ বাবা-ছেলে জুটি। যদিও অমিতাভ-অভিষেক জুটির সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘পা’।

আর বাল্কি পরিচালিত এই ছবিতে প্রোজেরিয়া আক্রান্ত অমিতাভের বাবার চরিত্রে দেখা মিলেছিল অভিষেকের। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বিরল ঘটনা এটি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল এই হিট ছবি। এরপর লম্বা সময় কেটেছে। প্রায় ১৪ বছর পার হওয়ার পরেও একসঙ্গে পর্দায় ধরা দেননি বাবা-ছেলের জুটি।

কেন এত লম্বা অপেক্ষা? অবশেষে মুখ খুললেন অভিষেক। আপাতত আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে আবুধাবি পৌঁছেছেন অভিষেক।

সেখানেই পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি খোলাসা করেছেন নায়ক অভিষেক।

অভিষেকের কথায়, অভিনেতা হিসাবে পরস্পরের সঙ্গে কাজ করাটা তারা এনজয় করেন। তবে একসঙ্গে কাজ করার ব্যাপারে দায়িত্বশীল তারা।

অভিনেতা অভিষেক বচ্চন বলেন, ‘আমরা দুজনেই একসঙ্গে কাজ করতে ভালোবাসি। দারুণ এনজয় করি। কিন্তু অভিনেতা হিসাবে দর্শকদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। যেহেতু আমরা ইতোমধ্যেই কিছু স্মরণীয় ছবিতে কাজ করেছি, তাই আমরা চাই সেই ধারা বজায় রাখতে।’

তিনি আরও বলেন, ‘আমরা সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি। সেটা পেলেই দুজনে কোমর বেঁধে নেমে পড়ব একসঙ্গে ছবিতে কাজ করতে।’

আর বাল্কির পরবর্তী ছবি ‘ঘুমর’-এ একসঙ্গে দেখা মিলবে অমিতাভ-অভিষেকের।

এ বিভাগের আরো খবর