সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুকের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আলোচিত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহলের মানুষজন।
নায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অভিনেতা ওমর সানি। তিনি এক বাক্যে লিখেন, ‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন।’
বাংলাদেশ সময় সোমবার সিঙ্গাপুরে মৃত্যু হয় ফারুকের। দীর্ঘদিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন অভিনেতা।
১৯৪৮ সালের ১৮ আগস্ট মানিকগঞ্জে জন্ম হয় ফারুকের। তার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে পুরান ঢাকায়।
পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ফারুক সবার ছোট।
ফারুক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার দুই সন্তান হলেন ফারিহা তাবাসসুম পাঠান ও রওশন হোসেন।