বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্যাংস্টারের প্রেমে পার্নো মিত্র

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মে, ২০২৩ ১০:৫৮

ছবিটির বিষয়ে একটি সাক্ষাৎকারে রোহন জানান, এই ছবিতে একটি গ্যাংস্টারের ঠেকের গল্প উঠে আসবে। সেটাকে ঘিরেই ছবি এগোবে। সঙ্গে জড়িয়ে থাকবে ৪৫টি চরিত্র। আর এরা সবাই একে অন্যের সঙ্গে জড়িত।

টালিউড অভিনেত্রী পার্নো মিত্র এবং বনি সেনগুপ্ত নতুন ছবিতে জুটি বাঁধছেন। এবার তারা একত্রে ধরা দেবেন এক গ্যাংস্টারের গল্পে। যদিও সেখানে একই সঙ্গে উঠে আসবে একাধিক সম্পর্কের গল্পও। আর এই প্রতিটি সম্পর্কের সুতা জড়িয়ে আছে একে অন্যের সঙ্গে, সব সম্পর্কই এগিয়ে যাবে সমান্তরালভাবে।

এই ছবির গল্পে উঠে আসবে এক মেয়ের কথা। যে আসলে মফস্বলের মেয়ে। আর এরকম একটি মেয়ের প্রেমে পড়েন সেই গ্যাংস্টার যাকে নিয়েই এই ছবি। তারপর তারা ঠিক করেন একসঙ্গে পালিয়ে যাবেন। এই ছবির গল্পে নানা সম্পর্কের কথা যতই সমান্তরালভাবে বয়ে চলুক না কেন আদতে সেখানে রয়েছে হাজারো ওঠা পড়া, আর সেগুলো সবই এক সুতায় গাঁথা। সময়ের সঙ্গে এগিয়ে চলা এই সম্পর্কের গল্পই বলবে ‘পাকদণ্ডী’।

এই ছবিতে বনি এবং পার্নো ছাড়াও দেখা যাবে চন্দন সেন, লোকনাথ দে, অনুষ্কা চক্রবর্তী, দেবজ্যোতি রায়চৌধুরী আরও অনেককে। ছবির পরিচালনা করেছেন রোহন সেন। সৃজন দেব এই ছবির সংগীত পরিচালনা করেছেন।

ছবিটির বিষয়ে একটি সাক্ষাৎকারে রোহন জানান, এই ছবিতে একটি গ্যাংস্টারের ঠেকের গল্প উঠে আসবে। সেটাকে ঘিরেই ছবি এগিয়ে যাবে। সঙ্গে জড়িয়ে থাকবে ৪৫টি চরিত্র। আর এরা সবাই একে অন্যের সঙ্গে জড়িত।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিভিন্ন অংশে এই ছবির শুটিং হবে। পরিচালককে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে।

এ বিভাগের আরো খবর