ভারতের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’।
পশ্চিমবঙ্গে চলচ্চিত্রটি নিষিদ্ধের পর পরই উত্তরপ্রদেশে একে করমুক্ত ঘোষণা করা হলো।
শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রীদের নিয়ে একসঙ্গে বসে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার দিনও ঠিক করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ১২ মে লখনউতে এর বিশেষ প্রদর্শনীতে রাজ্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে সোমবার হিন্দি ভাষায় করা এক টুইটবার্তায় যোগী আদিত্যনাথ লেখেন, ‘দ্য কেরালা স্টোরি উত্তরপ্রদেশে করমুক্ত করা হবে।’
এ নিয়ে ভারতের মধ্য ও উত্তরপ্রদেশে করমুক্ত সুবিধা পেতে যাচ্ছে আলোচিত-সমালোচিত চলচ্চিত্রটি।
এ দুটি প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত অঞ্চল হওয়ায় চলচ্চিত্রটির সমালোচনায় নতুন মাত্রা যোগ হলো।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ‘শান্তি-শৃঙ্খলা’ নষ্টের আশঙ্কায় চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দেন।
মমতা বলেন, ‘এই সিনেমায় দেখানো দৃশ্যগুলো রাজ্যের শান্তি-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক।’ তামিলনাড়ুতেও এই ছবি নিষিদ্ধ করা হয়েছে।
সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’র টিজার প্রকাশের পর থেকে বিতর্ক শুরু হয়। এতে ধর্মান্তরিত হওয়াসহ বিভিন্ন বিষয়ের চিত্রায়ন নিয়ে সমালোচনা চলছে।