চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রযোজক রহমত উল্লাহর করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় সমন জারি করেছে আদালত।
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিল করতে আদেশ দেন।
মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম জানান, বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
গত ৩০ এপ্রিল আদালতে মামলা করেন ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রযোজক রহমত উল্লাহ। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।
গত ২১ মার্চ শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।
সেখানে গণমাধ্যমে রহমত উল্লাহকে ‘বাটপার-প্রতারক’ বলে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলা হয়।