মাদক না ছাড়ায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়েছেন সালসাবিল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
কুড়িগ্রামে গান গাইতে গিয়ে সম্প্রতি মঞ্চে অসংলগ্ন আচরণ করেন নোবেল। এ নিয়ে প্রশ্ন উঠলে স্থানীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মঞ্চে ওঠার আগে সামান্য মদ পান করেছিলেন।
দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে ঝামেলায় ছিলেন নোবেল ও সালসাবিল। অবশেষে বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য এলো সালসাবিলের পক্ষে। কুড়িগ্রামের ওই ঘটনার পর মুখ খুললেন তিনি।
সালসাবিল লিখেছেন, ‘আমি হয়তো বা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম।
‘কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে- নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম। এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিষ্ট্রেশন সম্পন্ন করি ।’
তিনি লিখেছেন, ‘আমার প্রাক্তনকে আমি শুভকামনা জানাই । নোবেল কখনোই এতো অসুস্থ ছিলো না । এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী । অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে।’