‘দুইটা কথা মনে রাখবা’, ডায়লগ দেয়া ওসি হারুন অর্থাৎ মোশাররফ করিম ফিরছেন। ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজন ‘মহানগর ২’ এসেছে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে।
বুধবার রাতে আশফাক নিপুণের পরিচালনায় ঢাকার এক রাতের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন প্রকাশের পরপরই তা নিয়ে প্রশংসায় ভাসছেন অনেকে।
৯ পর্বের এই সিজনে দেখা যায়, বিশেষ কোনো বাহিনীর হাতে কোনো এক কক্ষে বন্দি ওসি হারুন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে দীর্ঘ সময় নিয়ে। একটি থানায় থাকার সময় এক যুবককে আটক করা নিয়ে ওসি হারুনের নানা ঘটনা এসে যায় সামনে। সঙ্গে প্রভাবশালী আফনান চৌধুরীর ঘটনা তো আছেই।
আটকের থাকার সময় ওসি হারুনের বিরুদ্ধে প্রশ্ন ওঠে নানা কিছু নিয়ে। শেষ পর্যন্ত গোপন ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর? এরপর অবশ্য আনাকাঙিক্ষত পরিণতি অপেক্ষা করে তার জন্য।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে শুরু হয়েছে প্রশংসা। ‘মহানগর ২’ দেখে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘আশফাক নিপুণের মহানগর-২ দেখে বাক্যহারা হয়ে গেলাম! এক বসায় পুরো সিরিজ দেখলাম।’
ব্যাংক কর্মকর্তা তাশফিয়া তাসনিম তিশা লিখেছেন, ‘আশফাক নিপুণ, অতি সুনিপুণ হাতে বানিয়েছেন মহানগর-২। অনেকদিন পরে সারারাত জেগে কিছু দেখলাম।’
সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম লিখেছেন, ‘মহানগর ২ দেখলাম। সেরের ওপর সোয়া সের।’
লেখক আশীফ এন্তাজ রবি লিখেছেন, ‘আশফাক নিপুণ দেখিয়েছেন যে তার একটা মেরুদণ্ড আছে। মহানগর ২ দেখে মুগ্ধ হয়েছি। কী সাহস, কী সাহস! ’
‘মহানগর ২’ নিয়ে নির্মাতা আশফাক নিপুণের ফেসবুকের পোস্টেও কমেন্ট করে প্রশংসা করছেন বহু দর্শক।
এর আগে ২০২১ সালে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘মহানগর’। প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও ছিলেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মমসহ বেশ কয়েকজন। এবার এতে অনেকেই নেই, তবে যুক্ত হয়েছেন আরও কয়েকজন।
ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, আরিয়ানা জামানসহ গুণী অভিনেতারা আছেন এ সিজনে। তবে এবারের বড় এক চমক পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। শেষ অংশে দেখা যায় তার ভেলকি।