গত কয়েক বছর ধরেই ঈদ উপহার হিসেবে ভক্তদের জন্য গান গাইছেন এটিএন বাংলা চ্যানেলের কর্ণধার মাহফুজুর রহমান। এবারও যথারীতি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটিএন বাংলার ভেরিফায়েড পেজে বুধবার এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা হয়েছে তার নতুন গানের ইউটিউব লিংকও।
আসন্ন ঈদুল ফিতরে এই শিল্পীর গানের অনুষ্ঠান প্রচার করবে টেলিভিশনটি। তার গানের খবর পেয়ে আগের প্রতি বারের মতোই ফেসবুকে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে।
এবারের ঈদে প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহেদী হাসানের প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান, রাফতা রাফতাও গাইবেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালবামের গানগুলোর সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়।
২০১৬ সালে মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান প্রচার হয় এটিএন বাংলায়। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক ওই অনুষ্ঠান নিয়ে তখন ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর পর ২০১৭ সালের ঈদুল ফিতরে আসে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
২০১৮ সালে হিন্দি গান গেয়েছিলেন মাহফুজুর রহমান। ওই বছরের ২৪ জুলাই সাবেক স্ত্রী ইভা রহমানের জন্মদিন এ উপলক্ষে একটি হিন্দি গানে ইভার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন তিনি।
ঈদের টেলিভিশন অনুষ্ঠানে নতুন বিনোদন যোগ করে শিল্পী মাহফুজুর রহমানের গান। অনেকেই তার গানের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে থাকেন। তার কণ্ঠ ও গানের সময় পরা পোশাক নিয়ে সমালোচনাও হয়।
অবশ্য এসবের কিছুই গায়ে মাখেন না মাহফুজুর রহমান। বরং ব্যাপারটা বেশ উপভোগ করেন বলে একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।