বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমাকে ঘিরেই এই ধারাবাহিকের গল্প: শখ

  • বিনোদন ডেস্ক   
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১০

নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে দর্শকের সামনে এলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। গত ৬ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘রূপনগর’।

এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটির চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত।

এই নাটক নিয়ে শখ বলেন, ‘ক্যারিয়ারে সব সময়ই আমি প্রধান চরিত্রে কাজ করেছি। সাইড কাস্টিং করিনি। তবে এবারই প্রথম নারীকেন্দ্রিক ধারাবাহিক গল্পে কাজ করলাম। আমাকে ঘিরেই এটির গল্প।

নির্মাতা কায়সার আহমেদ ‘বকুলপুর’-এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার এক ঝাঁক জনপ্রিয় শিল্পীদের নিয়ে ‘রূপনগর’ নির্মাণ করেছেন।

নাটকটির গল্প, পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’-কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রং-তামাশার ঢালে।

দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা।

এ ধারাবাহিকে আরো আছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে।

এ বিভাগের আরো খবর