সিনেমার শুটিংয়ের সময় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা ভুয়া বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে এ নিয়ে তথ্য প্রকাশের পর এক টুইট বার্তায় বুধবার তিনি বিষয়টি নিয়ে কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।
সঞ্জয় দত্ত লিখেছেন, ‘আমার আহত হওয়ার খবর এসেছে। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো ও সুস্থ আছি।’
আহত হওয়ার খবরটিকে ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, ‘আমি কেডি সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছি। সেটের কর্মীরা সতর্ক আছেন। সবাইকে ধন্যবাদ।’
এর আগে এদিনই সঞ্জয় দত্তের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুটিং চলাকালীন আচমকাই সেটে বিস্ফোরণে আহত হয়েছেন সঞ্জয়।
এতে বলা হয়, কন্নড় সিনেমা ‘কেডি’-র সেটে বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন অভিনেতা। বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল শুটিং। অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।
‘কেডি’–এর মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা।