জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।
ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বুধবার এক পোস্টে এ তথ্য জানিয়ে এ ব্যাপারে ভক্তদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি পোস্ট করে আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা খ্যাত পলাশ লিখেছেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি, দয়া করে ফেইক আইডির চক্করে কেউ পড়বেন না। এই আইডি থেকে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। প্রতারিত হয়েছেন।
‘দয়া করে এই আইডিটিকে রিপোর্ট করুন। ভাইয়া এবং আপুরা, ভেরিফাইড আইডি ছাড় অন্য কোনো আইডিতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সেই দায়ভার একান্তই আপনাদের।’
অভিনেতা লিখেছেন, ‘আমি বহুবার বলেছি, আমার ইন্সটাগ্রামের একটাই ভেরিফায়েড আইডি আছে। সেই আইডির লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি।’