বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে ২০০৭ রাজস্থানের জয়পুরের এক অনুষ্ঠানে চুমু খেয়ে বসেছিলেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। প্রকাশ্যে এমন ঘটনায় আইনি জটিলতায় জড়িয়েছিলেন শিল্পা। অশ্লীলতার অভিযোগে শিল্পার নামে মামলা হয়। দীর্ঘ ১৬ বছর পর এবার সেই মামলা থেকে নিষ্কৃতি পেলেন শিল্পা।
মামলার রায়ে মুম্বাই সেশন কোর্ট জানায়, এই ঘটনার শিকার হয়েছিলেন শিল্পা, তাকেই কীভাবে অভিযুক্ত করা যায়।
শিল্পীর নামে আনা অশ্লীলতার মামলা এর আগে ২০২২ সালে খারিজ করে দিয়েছিল মুম্বাইয়ের নগর দায়রা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীরা পাল্টা মুম্বাই সেশন কোর্টে আবেদন করেন। এবারও সেই নগর দায়রা আদালতের রায়কেই সমর্থন করল মুম্বাই সেশন কোর্ট।
মুম্বাই সেশন কোর্টের বিচারপতি এসসি যাদব বলেন, ‘রাস্তায় কিংবা পাবলিক ট্রান্সপোর্টে যদি ঠেলাঠেলি করা হয়, সেখানে একজন মহিলার ওপর ধাক্কাধাক্কি হয়ে থাকলে তাহলে তাকে কি সেখানে দোষী বলবেন।’ অর্থাৎ নগর দায়রা আদালতের রায়কে বহাল রেখে শিল্পার ওপর থেকে পাকাপাকিভাবে অশ্লীলতার অভিযোগ এবার তুলে নিল মুম্বাই সেশন কোর্ট।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ বছর আগে জয়পুরের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিল্পা ও রিচার্ড। সেখানে আচমকাই সবার সামনে শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন ওই হলিউড তারকা। এরপরই অশ্লীলতার অভিযোগ এনে রাজস্থান ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিনটি মামলা করা হয় শিল্পার নামে। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ২৯৪ সহ তথ্যপ্রযুক্তি আইন ও নারীদের অমার্জিতভাবে উপস্থাপনের আইনে মামলা হয়েছিল।
তাতে দাবি করা হয়েছিল সবকিছু জেনেবুঝেই ঘটিয়েছেন শিল্পা ও রিচার্ড। যদিও তখনই নিজের সাফাইতে শিল্পা বলেছিলেন, সেই মুহূর্তে রিচার্ডের আচরণের প্রতিবাদ করতে পারেননি, কারণ ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তিনি। তবে এবার আদালত জানাল, এর জন্য অশ্লীলতার অভিযোগে শিল্পাকে অভিযুক্ত করাটা অনুচিত।