মা হওয়ার পর কীভাবে জীবনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে তা আগেই জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সন্তানের ভালোর জন্য যা দরকার, করছেন তার সবই।
এরই ধারবাহিকতায় এবার শয়নকক্ষে মোবাইল ফোন না ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর করছেন তিনি। ছেলে রাজ্যের যেন ফোনে কোনো অভ্যস্ততা না গড়ে ওঠে বা এতে যেন ক্ষতি না হয় তার ব্যবস্থা করেছেন নায়িকা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার পরীমনি লিখেছেন, ‘আমি আমার সাথে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিস করে নানা কারণেই।
‘এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।’
নায়িকা লিখেছেন, ‘তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার।’
বিষয়টি নিয়ে সবার সহায়তা প্রত্যাশা করেন বলে জানিয়েছেন তিনি।