বলিউড অভিনেতা সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। সালমান বড়পর্দায় ফিরছেন, সঙ্গে পূজা হেগড়ে। বলিউডের ভাইজানের পর্দায় ফিরে আসা নিয়ে ব্যাপক উত্তেজিত তার ভক্তরা। কিন্তু আবারও বিতর্কের মুখে সুপারস্টার। এর পিছনে রয়েছে একটি গানের ভূমিকা।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির একটি গান মুক্তি পেয়েছে। ‘ইয়নতাম্মা’ নামের গানটিতে সালমানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে আরও দুই পুরুষ সুপারস্টারকে। রামচরণ এবং ভেঙ্কটেশ। এই গান নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। এই গানটিকে অনেকে আবার সালমানের লুঙ্গি ডান্সও বলছেন। কারণ এতে লুঙ্গি শব্দটি বারবার ফিরে আসে। আর সেখানেই বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই গানে সালমানসহ অন্যদের যে পোশাকে দেখা যায়, সেটি লুঙ্গি নয়, ধুতি। আর তা নিয়েই রীতিমতো উত্তপ্ত দক্ষিণ ভারতের বহু মানুষ।
সম্প্রতি রাজনীতিবিদ এবং প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এই বিষয়টি নিয়ে।
তিনি লিখেন, ‘বিষয়টি প্রচণ্ড হাস্যকর এবং দক্ষিণ ভারতের সংস্কৃতির প্রতি অবমাননাকর। এটি (যেটি পরে সালমানসহ অন্যরা নাচছেন) লুঙ্গি নয়। এটি হল ধুতি। এটি একটি ক্লাসিক্যাল পোশাক। সেটিকে কদর্যভাবে দেখানো হয়েছে।’
লক্ষ্মণ শিবরামকৃষ্ণণের এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তবে বিষয়টি এখানেই থামেনি। কেউ বলছেন, একই সঙ্গে এখানে মন্দির চত্বরে জুতা পরে নাচতে দেখা যাচ্ছে। সেটিও কাম্য নয়।’
কেউ কেউ বলছেন, এভাবেই টাকার জন্য সব কিছু করতে পারেন শিল্পীরা।
তবে এটি নিয়ে বিশেষ মাথা ঘামাতেও রাজি নন কেউ কেউ।
তাদের ভাষ্য, সিনেমায় এমন অনেক কিছুই চলতে থাকে। কেউ আবার লিখেন, শাহরুখকে নিয়ে বিতর্ক শেষ তো এবার সালমানের পালা শুরু।
তবে সব মিলিয়ে গানটিতে যে কথার সঙ্গে সামঞ্জস্যবিহীন পোশাক দেখানোর মতো ভুল করা হয়েছে, সেই বিষয়ে সবাই একমত।