বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিন উপলক্ষে ভক্তদের যে উপহার দিলেন আল্লু অর্জুন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ এপ্রিল, ২০২৩ ২১:১৭

ভারতের তামিলনাড়ুর তৎকালীন মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ১৯৮২ সালের ৮ এপ্রিল জন্ম নেয়া অভিনেতা আল্লু অর্জুন শনিবার তার ৪১তম জন্মদিন পালন করেন। তার আগে পোস্টারটি প্রকাশ করেন ‘মাল্লু অর্জুন’ খ্যাত এ তারকা।

জন্মদিনকে সামনে রেখে ভক্তদের চমক দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন।

বিশেষ দিনটির প্রাক্কালে শুক্রবার এ অভিনেতা প্রকাশ করেছেন ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার নতুন এক পোস্টার।

ভারতের তামিলনাড়ুর তৎকালীন মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ১৯৮২ সালের ৮ এপ্রিল জন্ম নেয়া অভিনেতা শনিবার তার ৪১তম জন্মদিন পালন করেন। তার আগে পোস্টারটি প্রকাশ করেন ‘মাল্লু অর্জুন’ খ্যাত এ তারকা।

পোস্টারে শাড়ি পরিহিত স্টাইলিশ স্টারের গলায় ছিল গয়নাও। তার মুখ আঁকা ছিল নীল ও লাল রঙে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ‘ডানসিং ডিনামাইট’ লিখেন, ‘পুষ্পা ২ দ্য রুল শুরু।’

ওই পোস্টের পরপরই একের পর এক মন্তব্য আসতে থাকে। তেলেগু ও তামিল ভাষার চলচ্চিত্রের অভিনেত্রী রাশি খান্না লিখেন, ‘ওয়াহ’। অন্যদিকে দিশা পাটনি ও হুমা কুরেশি দেন ‘ফায়ার’ ইমোজি।

আল্লু আর্জুনের আত্মস্বীকৃত ভক্ত অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার মন্তব্য করেন, ‘আর তর সইছে না।’

আল্লু আর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ব্যাপক দর্শকনন্দিত হয়। ২০২১ সালের ওই সিনেমার ‘ও আনতাভা’, ‘শ্রীভাল্লি’ ও ‘সামি সামি’ গানগুলো তুমুল জনপ্রিয়তা পায় বিভিন্ন মহলে।

‘পুষ্পা: দ্য রুল’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন সুকুমার। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর