বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উত্ত্যক্তের শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজক অরুনা বিশ্বাস।
এ বিষয়ে শনিবার শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে শিল্পী সমিতির একটি সূত্র।
অভিযোগে যা বলা হয়েছে
লিখিত অভিযোগে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অরুনা বিশ্বাস বলেন, ‘যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি অরুনা বিশ্বাস, চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক ও কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আমি গত ০২/০৩/২০২৩ ইং রবিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হই।
‘সভা শেষ হওয়ার প্রাক্কালে সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক, জনাব আরমান আমাকে আমার শরীর সম্পর্কে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে। একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি অপমানিত ও অসম্মানিত বোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।’
আরমানের ওই মন্তব্যকে উত্ত্যক্তের সঙ্গে তুলনা করে অরুনা বিশ্বাস বলেন, ‘একজন দপ্তর ও প্রচার সম্পাদকের নিকট থেকে এইরূপ কুরুচিপূর্ণ মন্তব্য আমি কখনও আশা করি না। জনাব আরমান যা করেছেন, তা ইভটিজিংয়ের শামিল। এ ছাড়াও আমি যখন মিটিংয়ে প্রবেশ করি, তখন জনাব সাইমন সাদিক, সহসাধারণ সম্পাদক আমাকে অসম্মান/অপমানজনক মন্তব্য করে, যা একজন সিনিয়র শিল্পী হিসেবে জুনিয়র শিল্পীর নিকট থেকে কাম্য নয়।
‘এমন যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হওয়াই অসম্ভব হয়ে পড়বে এবং সিনিয়র শিল্পীরা সমিতিতে প্রবেশ করতে বিব্রত বোধ করবে। অতএব, উপরোক্ত বিষয়টি আপনি গুরুত্ব সহকারে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন; অন্যথায় আমি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব।’