বলিউড অভিনেতা হৃতিক রোশান এবার ফ্রেমবন্দি হলেন প্রেমিকা সাবা আজাদের জুতা হাতে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের গ্র্যান্ড লঞ্চে হাজির ছিলেন প্রেমিক যুগল, সেখানেই সাবার জুতা হাতে পাওয়া গেল হৃতিককে। যা দেখে ধন্য ধন্য করছেন ভক্তরা।
হাই হিল জুতা পরে চলার কষ্ট কম নয়। সেই জুতা পরেই হয়তো পা ব্যাথা হয়ে গিয়েছিল সাবার, তাই কোনো কিছুর পরোয়া না করেই পার্টির মাঝখানে জুতা খুলে ফেলেন হৃতিকের প্রেমিকা, আর বাধ্য প্রেমিকের মতো সেই জুতা হাতে তুলে নেন হৃতিক।
পার্টির অন্দরের একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে ডিজাইনার অমিত আগারওয়ালের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে সাবাকে। পেছনে স্পষ্ট দেখা যাচ্ছে সাবার হিল জুতা হাতে ধরে রয়েছেন হৃতিক।
ডিজাইনার অমিত আগারওয়ালের লাল ফিউসন গাউনেই এদিন সেজেছিলেন সাবা। ছবিতে দেখা গিয়েছে প্রেমিকার জুতা হাতে ধরেই খোশমেজাজে গল্প জুড়েছেন হৃতিক। তার পরনে কালো রংয়ের কুর্তা আর পাজামা।
এই ছবি দেখে এক ভক্ত লিখেন, ‘কি ক্যাজুয়ালভাবে সাবার জুতা হাতে ধরে রয়েছে হৃতিক, সুন্দর ছবি।’
আরেকজন লিখেন, ‘এভাবেই তো ভালোবাসার মানুষের যত্ন নিতে হয়, খুব ভালো লাগছে এই ছবিটা দেখে।’
আম্বানিদের পার্টিতে হৃতিক-সাবার রসায়ন আবারও নজর কাড়ল, তবে সকলেই যে দুজনের প্রশংসা করেছেন তা নয়। অনেকেই বয়সের পার্থক্য নিয়ে খোঁটা দিতে ছাড়েননি। হৃতিকের চেয়ে ১৭ বছরের ছোট সাবা, সেই কারণে প্রায়ই ট্রল হন এই জুটি। তবে নিন্দুকদের নিয়ে চিন্তিত নন হৃতিক-সাবা।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে ভালোবেসে সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক, তবে ১৪ বছর পর ভেঙে যায় সেই বিয়ে। হৃতিকের সঙ্গে ডিভোর্সের পর নতুন ভালোবাসার খোঁজ পেয়েছেন সুজানও। আরসালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।