এক ফ্রেমে ধরা দিলেন দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর জন্য ফটোশুটে অংশ নেয়ার মধ্যদিয়ে তাদের এই এক সঙ্গে পথ চলা শুরু হলো।
ফেসবুকে জয়া ও স্বস্তিকা উভয়েই তাদের বেশ কয়েকটি ছবি পোস্ট করে প্রকাশ করেছেন উচ্ছ্বাস। পর্দার বাইরেও তারা কেমন মানুষ; দুজনে দুজনকে নিয়ে তারও মূল্যায়ন করলেন। এই সম্পর্ক যেন স্থায়ী হয়, সে প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা।
ফটোশুটের ছবি প্রকাশ করে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘এটা সত্যিই সম্পূর্ণভাবে সংস্কৃতির একটি সংমিশ্রণ! এই ফটোশুটের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি!
‘আর স্বস্তিকা মুখোপাধ্যায় এটা আমার মনে হয় শুরু মাত্র; এক সঙ্গে আরও অনেক কাজের জন্য একটি অংশ মাত্র; অনেক ভালোবাসা!’
জয়া লিখেছেন, ‘তোমার কাজ এবং উদ্যোগ সবসময় আমাকে শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয় একজন মানুষ হিসেবে অনুপ্রাণিত করে। আমাদের এই বন্ধন চিরকাল স্থায়ী হোক।’
উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বস্তিকাও। জয়াকে নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি তার সব চলচ্চিত্র দেখেছি, শ্রোতা হিসেবে হেসেছি এবং কেঁদেছি। সব সমসময়ই তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চেয়েছি।’
ছবি নিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘এটি বহুল প্রতীক্ষিত ফটোশুট এবং ইন্টারভিউ, যেখানে অত্যন্ত প্রতিভাবান জয়া আহসান এবং আমি প্রথমবারের মতো কিছু তৈরি করতে একত্রিত হয়েছি। দেখা করানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই দেখা হওয়া যেন স্থায়ী হয়।’