কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও বর্তমান প্রেক্ষাপটে জনসাধারণের রুচি নিয়ে নাট্যজন মামুনুর রশীদের এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় উঠেছে, এবার এ নিয়ে মত দেবেন হিরো আলমও।
সোমবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে কিছু সময় পর লাইভে আসছেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
আগেরদিন রোববার সংবাদমাধ্যমে ‘রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান: মামুনুর রশীদ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি ভাইরাল হয় ফেসবুকসহ নানা মাধ্যমে।
ওই প্রতিবেদনে মামুনুর রশিদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’ সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হিরো আলম ফেসবুকে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী রোরবার একটি সাক্ষাৎকারে দেশের স্বনামধন্য নাট্যজন শ্রদ্ধেয় মামুনুর রশীদ স্যার আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। আমি অতিক্ষুদ্র মানুষ। সততা ও সৎসাহসই আমার একমাত্র সম্বল। ’
তিনি লিখেছেন, ‘মামুনুর রশীদ স্যারের মন্তব্যের প্রেক্ষিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে লাইভে কিছু কথা বলবো। শাসন করা তাকেই মানায়, আদর করেন যিনি।’