ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ আনা প্রযোজক রহমত উল্লাহর নামে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে সোমবার এ মামলা করেন তিনি।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ৬ জুনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেয়।
এর আগে গত ২৩ মার্চ রহমতের নামে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। ওই দিন ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করতে চেয়েছিলেন শাকিব খান, কিন্তু সময় না থাকায় আজ সেটি করেছেন।
আদালত মামলার পর শাকিবের জবানবন্দি রেকর্ড করে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
এ প্রযোজকের নামে মানহানির মামলা করতে এর আগে ১৮ মার্চ রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব, তবে পুলিশ মামলাটি না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
এরই মধ্যে ২১ মার্চ শাকিবকে একটি আইনি নোটিশ পাঠান প্রযোজক রহমত উল্লাহ। মানহানির অভিযোগ এনে সময় বেঁধে দিয়ে নায়ককে ক্ষমা চাইতে বলেন তিনি।
গত ১৫ মার্চ বিকেলে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।
তার লিখিত অভিযোগে বলা হয়, ২০১৭ সালে সিনেমাটির শুটিংয়ের সময় শাকিব খানের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শুটিংয়ের সময় শাকিবের বিরুদ্ধে এক সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগও তোলেন তিনি।
প্রযোজক রহমত উল্লাহর সঙ্গে গত ১৬ মার্চ বৈঠক করেন শাকিব খান। এ বৈঠকের উদ্যোগ নেন শাকিবের সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস, তবে ওই বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি।
অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহর অভিযোগে বলা হয়, একবার শাকিব খান তাদের একজন নারী সহপ্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী এ নারীকে তিনি পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।