জেলে বন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর। তবে বান্ধবী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি তার ভালোবাসা যেন কিছুতেই কমছে না। ফের একবার প্রেমপত্র পাঠালেন জ্যাকলিনকে। নিজের জন্মদিনে দিল্লির মান্ডোলি জেল থেকে জ্যাকলিন ফার্নান্দেজকে উজার করে দিলেন ভালোবাসা।
সেই প্রেমপত্রের প্রতিটা লাইনে ভালোবাসার ছোঁয়া। সুকেশ লিখেছেন, খুব মিস করছেন তিনি জ্যাকলিনকে।
সুকেশ তার চিঠিতে লিখেছেন, ‘আমার বোম্মা, আমার জন্মদিনে তোমাকে অনেক মিস করছি। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। ভাষায় প্রকাশ করার ক্ষমতাও আমার নেই। তবে আমি জানি আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে, আমার প্রমাণের দরকার নেই। আমার কাছে তোমার ভালোবাসাই সব বাবু।’
হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকলিনের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে ‘সেরা উপহার’ হিসেবে উল্লেখ করে সুকেশ লিখেন, ‘তুমি জানো আমি এখনও তোমার পাশেই আছি, যাই হোক না কেন। তোমাকে ভালোবাসি। আমার বেবি, আমাকে তোমার হৃদয় দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আমার সমস্ত অনুরাগী এবং বন্ধুদেরও ধন্যবাদ জানাই, আমার জন্মদিনে পাঠানো সমস্ত শুভেচ্ছার জন্য। আমি শত শত চিঠি, শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি ধন্য বোধ করছি, সকলকে ধন্যবাদ।’
এর আগেও জ্যাকলিনকে প্রেমপত্র পাঠিয়েছেন সুকেশ। হোলি উপলক্ষে পাঠিয়েছিলেন একটি হাতে লেখা নোট।
সুকেশের সঙ্গে জড়িত ২০০ কোটির প্রতারণার মামলায় একাধিকবার জেরার মুখে পড়তে হয়েছে জ্যাকলিনকে। ইডির দাবি কনম্যানের সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন জ্যাকলিন। দামি দামি উপহার নিয়েছেন, আর্থিক সুবিধা নিয়েছেন জ্যাকলিনের পরিবার। প্রাইভেট জেটে করে যেতেন তিনি সুকেশের সঙ্গে দেখা করতে। ইডির দাবি সুকেশের বাস্তব পরিচয় জেনেই নাকি এই সম্পর্কে এগিয়েছিলেন কিক অভিনেত্রী।