ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না মিমি চক্রবর্তী। তবে এবার সোশ্যাল মিডিয়ায় রিল আপলোড করে, সেখানেই একলা থাকার কারণ জানিয়ে দিলেন মিমি। মিমির এই রিল দেখে হতবাক নেটিজেনরা।
মিমি যে রিলটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন, ‘আমি খুঁজে পেয়েছি, এখনও কেন আমি সিঙ্গেল। আসলে সম্পর্কে জড়াতে গেলে আমায় বাড়ির বাইরে যেতে হবে। নিত্যনতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসব আমার দ্বারা সম্ভব নয়। তাই এখনও আমার জীবনে কেউ আসেনি।’
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয়ের পাশাপাশি সাংসদের দায়িত্বও সামলান মিমি। তিনি বাড়িতে পোষ্য প্রাণিদের খেয়াল রাখেন। এর মধ্যে যেটুকু সময় পান, ঘুরতে বেড়িয়ে পড়েন মিমি চক্রবর্তী। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালবাসেন অভিনেত্রী।
ভালবাসেন প্রকৃতির মাঝে থাকতে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। আর এই গোটা কাণ্ডই ঘটান একেবারেই একা। আর এতেই তিনি দারুণ খুশি।