বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘তেরে নাম’ নির্মাতা সতীশ কৌশিকের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ মার্চ, ২০২৩ ১১:২৬

বন্ধুর সঙ্গে নিজের ছবিসহ বৃহস্পতিবার সকালে অনুপম টুইট করেন, ‘আমি জানি, মৃত্যুই সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমার প্রিয় বন্ধুর জন্য এটা লিখতে হবে স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে আচমকা পূর্ণচ্ছেদ। সতীশকে ছাড়া জীবন কখনই এক রকম থাকবে না। ওম শান্তি।’

হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ৬৭ বছর বয়সী বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু হয়।

বলিউড অভিনেতা ও পরিচালক সতীশের মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের।

বন্ধুর সঙ্গে নিজের ছবিসহ বৃহস্পতিবার সকালে অনুপম টুইটে লেখেন, ‘আমি জানি, মৃত্যুই সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমার প্রিয় বন্ধুর জন্য এটা লিখতে হবে স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে আচমকা পূর্ণচ্ছেদ। সতীশকে ছাড়া জীবন কখনই এক রকম থাকবে না। ওম শান্তি।’

একটি সূত্রে জানা যায়, বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক। হাসপাতালে আনার পথে হৃদরোগে আক্রান্ত হন। ৭ মার্চ জাভেদ আখতারের বাড়িতে হোলির পার্টিতেও দেখা গিয়েছিল তাকে। ছবিসহ বসন্ত উদযাপন নিয়ে টুইটও করেছিলেন। এরপরেই অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। সতীশের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। সোশ্যাল মাধ্যমে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী।

১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্ম সতীশ কৌশিকের। অভিনেতা হিসেবেই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু। ১৯৮৩ সালে ‘জানে ভি দো এয়ারো’ ছবিতে দেখা যায় তাকে। পরবর্তী সময়ে অসংখ্য ছবিতে কমেডিয়ানের ভূমিকায় তথা চরিত্রভিনেতা হিসেবেও দেখা যায় সতীশকে। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয় ভুলবে না হিন্দি ছবির দর্শক।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির হাত ধরে পরিচালনায় হাতে খড়ি। এরপর ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন। সালমান খান অভিনীত ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের। সতীশের মৃত্যুতে ভারতীয় সিনে দুনিয়ার একটি অধ্যয়ের অবসান হল।

এ বিভাগের আরো খবর