বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনির ঘুম নেই, ভক্তরা কি খবর রাখেন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৩

চিত্রনায়িকা জাহারা মিতুকেও সেখানে এসে কথা বলতে দেখা গেল। অবশ্য কিছুটা যেন মজাই করলেন তিনি। কমেন্টে মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’

আলোচিত চিত্রনায়িকা পরীমনির এখন আর দিন-রাতের হিসাব মেলে না। রাতেও মনে হয় দিন, কখনো আবার দিনটাকেও মনে হয় এ যেন গভীর রাত। এসবের পেছনে আসলে কে?

এই প্রশ্নের উত্তর জানতে হলে একটু ঢুঁ মেরে আসতে হবে নায়িকার ফেসবুকে। সেখানেই তিনি তার ঘুম হারামের রহস্যের সমাধান দিয়েছেন। ভক্তদের জানিয়েছেন তার সাম্প্রতিক খবর।

এখন তো আর একা নন পরী। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজও আছেন পাশে। তবে এর চেয়ে বড় খবর হলো, একমাত্র ছেলে রাজ্য আছে তার জীবনে। এই সন্তানের লালন-পালনেই সময় কাটছে নায়িকার।

সদ্যই ছয় মাস পেরোনো সন্তানকে কতটা সময় দিচ্ছেন পরী; তা বোঝা যায় তার কথাতেই। একটি পোস্ট দিয়ে পরী লিখেছেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’

বেশ কদিন আগে এর রাতে এই পোস্ট দেন পরী। অনেকেই অনেক মন্তব্য করেছেন ওই পোস্টের নিচে।

আরেক চিত্রনায়িকা জাহারা মিতুকেও সেখানে এসে কথা বলতে দেখা গেল। অবশ্য কিছুটা যেন মজাই করলেন তিনি। কমেন্টে মিতু লিখেছেন, ‘কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে।’

অট্টহাসির এক ইমোজি দিয়ে পরী দিয়েছেন এই কমেন্টের উত্তর। লিখেছেন, ‘এর আগে ছেলের বাপ করতো।’ মিতু লিখেছেন, ‘খুবই দুষ্টু আমরা’। পরীও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন একটি ইমোজি দিয়ে।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। ২০২২ বছরের ১০ জানুয়ারি তা প্রকাশ্যে আসে। ২২ জানুয়ারি হয় বিয়ের অনুষ্ঠান।

পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।

গত বছরের শেষের দিকে বিশ্বাস ভঙ্গ ও মারধরের অভিযোগ করে রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এরপর দিন গড়িয়েছে, আলোচনা-সমালোচনার জবাবও দিয়েছেন তারা। তবে শেষ পর্যন্ত জোড়া লেগেছে দুই ভাঙ্গা মন। ফেসবুক খুললেই বোঝা যায় সে বিষয়টি।

এ বিভাগের আরো খবর