নিজের বাড়িতে বসে থাকা অবস্থায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগমাধ্যমে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই।
এবার বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। বললেন, ‘ছাদে উঠে লেন্স জুম করে তারকাদের ছবি তোলা ঠিক না। সবকিছুরই সীমা থাকা দরকার।’
আনন্দবাজার পত্রিকা বলছে, কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ‘রেড কার্পেট’ হোক কিংবা রেস্তরাঁয় পরিবারের সঙ্গে খেতে যাওয়া হোক- তারকাদের জীবনের প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি হয় আলোকচিত্রীদের ক্যামেরায়। তাই তো লেন্স থেকে নিজেদের লুকিয়ে রাখতে অনেক সময় ছদ্মবেশও ধারণ করেন তারা।
তবে মঙ্গলবার সব সীমাই যেন লঙ্ঘিত হয়ে গেল। মুম্বাইয়ে নিজের বাড়ির বারান্দায় বসে সময় কাটাচ্ছিলেন আলিয়া। ঠিক সেই মুহূর্তেই লেন্সবন্দি হন নায়িকা। তাতেই বেজায় চটেছেন তিনি। মুম্বাই পুলিশকে ট্যাগ করে সমাজমাধ্যমে ঘটনাটি জানিয়েছেন।
নুসরাত জাহান বলেন, ‘জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি থাকে তা ঠিক। ভক্তদের আমাদের ব্যক্তিগত বিষয়ে, আমাদের জীবনধারা নিয়ে অনেক বেশি কৌতূহল থাকে তা-ও ঠিক আছে।
‘কিন্তু বর্তমানে যে ধরনের অভ্যাস শুরু হয়েছে আলোকচিত্রীদের, যাদের পাপ্পারাজি বলা হয়, অনেক সময়ই নিজেদের এখতিয়ার ভুলে যায়। প্রতিটি পেশায় কিছু সীমা থাকা উচিত। ছাদে উঠে লেন্স জ়ুম করে তারকাদের ঘরের ছবি তোলা কিংবা তারকাদের গাড়ি ধাওয়া করে তাদের নিয়ে খবর করা খুবই অনুচিত।’