বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভীষণ খেপেছেন মিমি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৩০

টুইটে মিমি লেখেন, এমিরেটস, আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে, যারা আপনাদের সঙ্গে যাত্রা করছে তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা।

আকাশ পথে ভ্রমণের সময় খাবারে চুল পেয়ে ব্যাপক খেপেছেন ভারতীয় বাংলা সিনেমার নায়িকা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তী।

মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওই খাবারের একটি ছবি পোস্ট করে এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছে এনডিটিভি।

ইমেইলে অভিযোগ জানিয়েও প্রথমে কোনো উত্তর পাননি এই অভিনেত্রী। পরে অবশ্য দীর্ঘ সময় পর ঘটনার জন্য ক্ষমা চায় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতের টুইটে মিমি লেখেন, ‘এমিরেটস, আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে, যারা আপনাদের সঙ্গে যাত্রা করছে তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা।

‘আপনাদের টিমকে ইমেইল করেও কোনো সদুত্তর পাইনি। আপনারা ক্ষমাও চাননি। এই চুলটা বেরিয়েছিল আমার ক্রসোঁ থেকে, যা আমি চিবোচ্ছিলাম।’

এই সংসদ সদস্যের টুইটের পরই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই নানা ধরনের মন্তব্য করতে থাকেন। একজন লিখেছেন, ‘সত্যি তাই। দিনদিন টিকিটের দাম বাড়ছে আর পরিষেবার মান খারাপ হচ্ছে।’

আরেকজন লিখেছেন, ‘দেশের এমপির সঙ্গে এই আচরণ। তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হতে পারে!’

টুইট বার্তায় দুঃখ প্রকাশ করে এমিরেটস এয়ারলাইন্স বলেছে, এই ঘটনার জন্য আমরা দুঃখিত। দয়া করে একটি অনলাইন ফর্ম পূরণ করে আপনার প্রতিক্রিয়া লিখুন, আমাদের গ্রাহক সম্পর্ক টিম উত্থাপিত বিষয়ের ওপর ভিত্তি করে এটি পর্যালোচনা করবে এবং ইমেলের মাধ্যমে আপনাকে প্রতিক্রিয়া জানাবে।

মিমিই প্রথম নন, মাঝ আকাশে নানান সময় নানান কিছুর শিকার হয়েছেন অনেক তারকাই। কখনও তাদের জিনিসপত্র হারিয়ে গেছে আবার কখনও সময়ে খাবার না পাওয়ার অভিযোগে সরব হয়েছিলেন অনেকে।

মিমিকে শেষ দেখা গেছে অরিন্দম শিলের ‘খেলা যখন’ সিনেমায়। বলিউডেও পা রাখার কথা চলছে অভিনেত্রীর। সঙ্গে রাজনীতির ময়দানেও বেশ সক্রিয় তিনি।

এ বিভাগের আরো খবর