মারধর ও অর্থের অপব্যবহারের অভিযোগে রিয়্যালিটি তারকা রাখি সাওয়ান্তের করা মামলায় মঙ্গলবার তার স্বামী আদিল দুররানিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারা অনুযায়ী আদিলের নামে এফআইআর নথিভুক্ত করে মুম্বাইয়ের ওশিওয়ারা থানা। পরবর্তী সময়ে এফআইআরে ৪৯৮ (এ) ও ৩৭৭ ধারা যুক্ত করে পুলিশ। গ্রেপ্তার আদিলকে বুধবার আদালতে তোলা হবে।
মামলায় রাখি অভিযোগ করেন, শারীরিক নির্যাতনের পাশাপাশি তাকে না জানিয়ে ফ্ল্যাট থেকে অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন আদিল।
ওশিওয়ারা থানার বাইরে উপস্থিত সাংবাদিকদের রাখি বলেন, “সকালে বাড়িতে ঢুকে আমাকে মারতে আসে সে। তৎক্ষণাৎ আমি পুলিশকে কল দিই। সে (আদিল) ঘন ঘন আমার বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। এমনকি আজও সে বাড়িতে আমাকে মারতে আসে। আমি আতঙ্কে ছিলাম। সে আমাকে বলে, ‘তুমি সংবাদমাধ্যমে আমার মানহানি করেছো।’”
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া পোস্টে ২০২২ সালে আদিলকে বিয়ের কথা জানান রাখি।
চলতি বছরের জানুয়ারির ওই পোস্টে ম্যারেজ সার্টিফিকেটের ছবি দেন এ তারকা, যাতে বিয়ের তারিখ লেখা ছিল ২০২২ সালের ২৯ মে।
মামলায় স্বামীর বিরুদ্ধে বিয়ে-বহির্ভূত সম্পর্কের অভিযোগও করেন রাখি।
রাখির ভাই রাকেশের দাবি, তার বোনকে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তা করেছেন ভগ্নিপতি।