প্রায় দুই বছর পর শ্রোতা-দর্শকদের সামনে নতুন গান নিয়ে উপস্থিত হতে যাচ্ছেন শিল্পী ধ্রুব গুহ। ভালোবাসা দিবসকে সামনে রেখে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে আসছে ‘দাগা’ শিরোনামের গান।
প্রিন্স রুবেলের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম।
ধ্রুব গুহ বললেন, ‘অনেকদিন ধরেই আমার গানের শ্রোতা ও শুভানুধ্যায়ীদের চাওয়া ছিল নতুন গানের। ইচ্ছেটা আমারও ছিল। কিন্তু গত দুই বছর আমাদেরকে একটি দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।
‘সত্যি বলতে সবারই চোখে-মুখে ছিল উৎকণ্ঠা, উদ্বেগ। মরণঘাতী করোনা ভাইরাস আমাদের থমকে দিয়েছিল। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও একটা বিরতি নিয়েছিলাম একটু ভালো সময় আসার প্রতীক্ষায়। এ বছর মনে হলো এখন কিছুটা হলেও সময়টা স্বস্তির। সে কারণেই শ্রোতাদের কথা চিন্তা করে একটা শ্রুতিমধুর গান উপহার দিচ্ছি।’
তিনি বলেন, “আমি বরাবরই শ্রোতাদের জন্য সহজ কথায় সহজ সুরের গান গাইতে পছন্দ করি। ‘দাগা’ গানটিও সেরকম একটি। আমি আশাবাদী, আমার আগের গানগুলো যেভাবে শ্রোতারা ভালোবেসে নিজের করে নিয়েছেন, এই নতুন গানটিও সেভাবেই ভালোবেসে গ্রহণ করবেন তারা।”
ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। সিনেআর্ট প্রডাকশনের ব্যানারে গল্পনির্ভর এই ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গল্প লিখেছেন মৌমিতা বিশ্বাস। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আকাশ, রিয়া ও তামুর। শিল্পী ধ্রুব গুহ’র উপস্থিতিও রয়েছে মিউজিক ভিডিওটিতে।
গানটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ভালোবাসা দিবসের আগেই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটি। ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপেও।
উল্লেখ্য, ধ্রুব গুহর গাওয়া ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’, ‘তোমার উঁকিঝুঁকি’ গানগুলো শ্রোতাদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।