বলিউড ও ব্রিটেনের মধ্যে নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা ঘটল গত বুধবার। ভারত সফরে এসে মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিও পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এ সময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে দেখা করেন।
সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যশ রাজ ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী বছর ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু হবে। এই উদ্যোগের ফলে ব্রিটেনে ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
স্টারমার বলেন, ‘বলিউড আবার ব্রিটেনে ফিরছে- এটি শুধু চলচ্চিত্র শিল্পের জন্য নয়, আমাদের দুদেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। এটি কর্মসংস্থান, বিনিয়োগ ও নতুন সুযোগের দ্বার খুলে দেবে। ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও দৃঢ় হবে এই উদ্যোগের মাধ্যমে।’
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি জানান, ব্রিটেন সবসময়ই তাদের জন্য বিশেষ স্থান। তার ভাষায়, ‘আমাদের আইকনিক ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (ডিডিএলজে)-এর শুটিংও হয়েছিল সেখানে। প্রধানমন্ত্রী স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন-এটি আমাদের জন্য বড় সম্মানের।’
তিনি আরও জানান, ডিডিএলজে-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনে বিশেষ আয়োজন করা হবে। এছাড়া বর্তমানে ওয়াইআরএফ ‘Come Fall in Love’ নামে ডিডিএলজে-প্রাণিত একটি ইংরেজি মিউজিক্যাল প্রযোজনা করছে ব্রিটেনে।
এই নতুন উদ্যোগ দুদেশের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক সম্পর্ককেও আরও মজবুত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি সৃজনশীল সহযোগিতা, নতুন কনটেন্ট ও আন্তর্জাতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড