জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবার অভিনয় করতে যাচ্ছেন দিনাজপুরের সেই আলোচিত কিশোরী ‘ইয়াসমিন’-এর চরিত্রে। সুমন ধর পরিচালিত নতুন চলচ্চিত্র ‘আমি ইয়াসমিন বলছি’তে এই চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি চলচ্চিত্রটিতে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।
১৯৯৫ সালের ২৩ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের দশমাইল মোড় এলাকায় নামেন ইয়াসমিন আক্তার নামে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরী। দশমাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনে তিনি অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। সে সময় টহল পুলিশের একটি ভ্যান আসে এবং একপ্রকার জোর করেই তাকে দিনাজপুরে পৌঁছে দেয়ার কথা বলে তুলে নিয়ে যায়। পরদিন সকালে কিশোরীটির মরদেহ পাওয়া যায় গোবিন্দপুর নামক জায়গায়।
ওই ঘটনায় দিনাজপুরের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। গড়ে তোলে আন্দোলন। সেই আন্দোলনে পুলিশ গুলি চালালে নিহত হয় সাতজন। আহত হয় দুই শতাধিক। এর ফলে প্রতিবাদের ফুলকি ছড়িয়ে পড়ে গোটা দেশে।
সেই ইয়াসমিন চরিত্রেই অভিনয় করবেন মিম।
চলচ্চিত্রটির পরিচালক সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল নাগাদ শুরু হবে ছবিটির শুটিং। গল্পের প্রয়োজনে দিনাজপুরে হবে অর্ধেক চিত্রায়ণ। বাকিটা ঢাকায়।
এদিকে মিম বর্তমানে অবস্থান করছেন ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। সেখানে তিনি অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিতের সঙ্গে ‘মানুষ’ নামে এক চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। বর্তমানে চলচ্চিত্রটির শেষ লটের শুটিং চলছে।