রোববার ইম্ফলের হাত্তা কাংজেইবুং এলাকায় সানি লিওনির একটি ফ্যাশন শো হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানস্থল থেকে ১০০ মিটারের মধ্যে বিস্ফোরণটি হয়। এতে কেউ হতাহত হননি।
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে বলিউড অভিনেত্রী সানি লিওনির ফ্যাশন শো ভেন্যুর কাছে বোমা বিস্ফোরণ হয়েছে। শনিবারের এ বিস্ফোরনে কেউ হতাহত হননি।
এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার ইম্ফলের হাত্তা কাংজেইবুং এলাকায় সানি লিওনির একটি ফ্যাশন শো হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানস্থল থেকে ১০০ মিটারের মধ্যে বিস্ফোরণটি হয়। এতে কেউ হতাহত হননি।
বিস্ফোরণটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) না গ্রেনেডের মাধ্যমে ঘটানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।