বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার ব্যোমকেশ হচ্ছেন দেব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:১৩

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ’ নিয়ে খেলা টলিউডে নতুন নয়। গত দেড় দশকে প্রায় হাফ ডজন ব্যোমকেশের দেখা মিলেছে। অবশ্য রুপালি পর্দায় ব্যোমকেশের সফর শুরু উত্তম জমানায়।

এবার রুপালি পর্দায় ‘সত্যান্বেষী’ ব্যোমকেশ হয়ে ধরা দেবেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক দীপক অধিকারী দেব।

ইন্ডাস্ট্রিতে পা রাখার ১৭ বছর পূর্তির দিন শনিবার টলি সুপারস্টার এই ঘোষণা দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ব্যোমকেশ’ নিয়ে খেলা টলিউডে নতুন নয়। গত দেড় দশকে প্রায় হাফ ডজন ব্যোমকেশের দেখা মিলেছে। অবশ্য রুপালি পর্দায় ব্যোমকেশের সফর শুরু উত্তম জমানায়।

যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায় বড় পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম, এমনকি ছোট পর্দাতেও ব্যোমকেশ হিসেবে ধরা দিয়েছেন।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত বলিউডে ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ হয়ে ধরা দিয়েছিলেন। এবার এই পথেই হাঁটবেন দেব।

‘পাগলু ডান্স’ করা দেব গত কয়েক বছরে নিজেকে ভেঙেছেন বিস্তর। কখনও তিনি ‘টনিক', আবার কখনও তিনি ‘নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী’।

ব্যোমকেশ নিয়ে খুব বেশি রহস্য ভেদ করেননি দেব। জানিয়েছেন ছবির নাম ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘দুর্গ রহস্য’-এর জট পর্দায় খুলবেন দেব।

সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ছিল এই ছবির পরিচালকের আসনে থাকবেন সৃজিত মুখোপাধ্যায়। তবে সৃজিত জানান, দেবের ‘দুর্গ রহস্য’ মোটেই পরিচালনা করছেন না তিনি। তবে দেবকে ঐতিহাসিক চরিত্রে কাস্ট করে ছবি তৈরিতে আগ্রহী তিনি।

অন্যদিকে ‘ব্যোমকেশ’ দেবের সত্যবতী কে হবেন সেই নিয়েও জল্পনা বিস্তর। গার্লফ্রেন্ড রুক্মিণীর সঙ্গেই কি আবারও জুটি বাঁধবেন দেব?

রিয়েল লাইফ এই জুটিকেই পর্দায় স্বামী-স্ত্রী হিসাবে দেখা যাবে কি না সেই নিয়ে জলঘোলা হলেও সেই সম্ভাবনা কমই। সেক্ষেত্রে এই ছবিতে নতুন জুটি দেখতে পেতে পারে দর্শক।

এ বিভাগের আরো খবর