বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুক্ত হতে পারে আরও নাম

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২৩ ১৪:৩০

সেই নথিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর মনোগ্রামসহ উন্নতমানের পাটের ব্যাগ, সার্টিফিকেট ফোল্ডার ও চেক ফোল্ডারের সংখ্যা ৩৮টি করে উল্লেখ করা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর প্রজ্ঞাপন এখনও প্রকাশ হয়নি। তবে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে কারা পেতে পারেন মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি।

আগে প্রকাশিত কিছু সংবাদে জানা যায় ২৭টি বিভাগে মোট ৩৪ জন পাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে তালিকাটিতে আসতে পারে কিছু পরিবর্তন, যুক্ত হতে পারে নতুন নাম।

১১ জানুয়ারি তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদার উপলক্ষে বিবিধ স্টেশনারি সামগ্রী ক্রয়ের জন্য কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন দলিল’ এ পাওয়া গেছে ‘৩৮’ সংখ্যা।

সেই নথিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর মনোগ্রামসহ উন্নতমানের পাটের ব্যাগ, সার্টিফিকেট ফোল্ডার ও চেক ফোল্ডারের সংখ্যা ৩৮টি করে উল্লেখ করা হয়েছে।

এ থেকেই ধারণা করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩৪ জনের বদলে পেতে পারেন ৩৮জন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৮টি ক্যাটাগরিতে দেয়া হয়। এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী শ্রেষ্ঠ নৃত্য পরিচালকের বিভাগটি বাদে এ বছর ২৭ বিভাগে ৩৪ জনকে পুরস্কার দেয়া হবে।

সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা জায়, ২০২১ এ যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল), শ্রেষ্ঠ অভিনেত্রী যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।

কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মিলন ভট্টাচার্য্য (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।

শ্রেষ্ঠ কাহিনিকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।

শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেক-আপম্যান ফারুখ, ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।

এ বিভাগের আরো খবর