মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এই খবর সবার জানা। সিনেমায় কেমন দেখতে লাগবে তাকে? রইল চরিত্রদের এক্সক্লুসিভ লুক।
উপমহাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে তার বায়োপিক নির্মাণ করছেন কলকাতার নামকরা পরিচালক সৃজিত মুখার্জি।
'পদাতিক' নামের সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। কেমন দেখতে লাগবে তাকে?
সেই লুক প্রকাশ করেছে কলকাতার ম্যাগাজিন আনন্দলোক। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ। প্রকাশ পেয়েছে সেই লুকও।
প্রবীণ মৃণালের চরিত্রে চঞ্চল চৌধুরী। ছবি: আনন্দলোক
মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষ। ছবি: আনন্দলোক
কিশোর বয়সে মৃণালের লুক। ছবি: আনন্দলোক