বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’, তথ্য মন্ত্রণালয়কে ফারুকীর প্রশ্ন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ জানুয়ারি, ২০২৩ ১৯:০১

তিনি আরও লেখেন, ‘আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। বাংলাদেশের এই তরুণের নামে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা ফারাজ।

টি-সিরিজের ব্যানারে ফারাজ সিনেমাটির পরিচালক ওয়েব সিরিজ স্ক্যাম ১৯৯২-খ্যাত পরিচালক হংসল মেহতা। সোমবার পরিচালক তার টুইটারে জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

অন্যদিকে, হলি আর্টিজান বেকারির ঘটনাটাই অন্য দৃষ্টিভঙ্গিতে নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিন্তু সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় চার বছর।

ফারাজ সিনেমার মুক্তির তারিখ প্রকাশের পর সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন ফারুকী। সেখানে তিনি তথ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন, বাংলাদেশের নাগরিক হওয়ার কারণেই কি তার সিনেমাটি আটকে আছে?

ফারুকী লেখেন, ‘প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ফারাজ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ।

‘আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে শনিবার বিকেল বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।’

তিনি আরও লেখেন, ‘আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’

সবশেষে ফারুকী লেখেন, ‘ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।’

এ বিভাগের আরো খবর