বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি কখনোই জন্মদিন উদযাপনের মানুষ নই: যশ

  •    
  • ৮ জানুয়ারি, ২০২৩ ১৫:৩৮

ভক্তদের নিজের শক্তি উল্লেখ করে যশ লেখেন, ‘বছরজুড়ে ও বিশেষ করে আমার জন্মদিনে যেভাবে আপনারা ভালোবাসা ও আবেগ প্রকাশ করেন, তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’

বরাবরই জনপ্রিয়তা ও খ্যাতির তুঙ্গে ছিলেন কন্নড় রকিংস্টার যশ। তবে কেজিএফ মুক্তির পর তা বেড়েছে আরও বহু গুণ। দেশ-বিদেশে তৈরি হয়েছে তার অসংখ্য নতুন ভক্ত।

ভক্তদের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত এই তারকার জন্মদিন আজ। রোববার ৩৭ বছরে পা দিলেন কেজিএফ ফ্র্যাঞ্চাইজি রকি ভাই।

নিজে জন্মদিন উদযাপন না করলেও তার ভক্তরা নানাভাবে উদযাপন করেন। তাই তো ভক্তদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এই অভিনেতার।

জন্মদিনের দুই দিন আগেই ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ একটি নোট পোস্ট করেন যশ।

ভক্তদের নিজের শক্তি উল্লেখ করে যশ লেখেন, ‘বছরজুড়ে ও বিশেষ করে আমার জন্মদিনে যেভাবে আপনারা ভালোবাসা ও আবেগ প্রকাশ করেন তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমি কখনোই জন্মদিন উদযাপনের মানুষ নই, কিন্তু বছরের পর বছর ধরে, আপনারা যে উৎসাহের সঙ্গে উদযাপন করেন, তাতে দিনটিকে স্মরণীয় করার জন্য আপনাদের সঙ্গে আমি দেখা করতে চাই।

‘যে বিষয়ে আমার আগ্রহ ও প্যাশন রয়েছে, সেখানে বিশেষ কিছু অর্জনে আমি সব সময় কাজ করে চলেছি। আপনারা আমাকে আরও বড় ও নতুন চিন্তা করার ক্ষমতা দেন। আপনাদের সঙ্গে দেখা হলে সেই খবর জানাব। সেটার জন্য আমার আরও কিছু সময় দরকার। ৮ জানুয়ারির মধ্যে সম্ভব নয়। সুতরাং এই বছর আমি নির্দিষ্ট একটি উপহার চাই- আপনাদের ধৈর্য এবং সহনশীলতা।’

View this post on Instagram

A post shared by Yash (@thenameisyash)

এদিকে অভিনেতার জন্মদিনে কেজিএফ থ্রির আপডেট জানিয়েছে বলিউড সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বল ফিল্মসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালে শুটিং ফ্লোরে যাবে কেজিএফ থ্রি। কারণ, সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রভাসকে নিয়ে সালার সিনেমার কাজে ব্যস্ত থাকবেন।

এ বিভাগের আরো খবর