বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘প্রজেক্ট অমি’র শুটিং শুরু গ্রীষ্মে

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ১৪:৩০

প্রজেক্ট অমির প্রপস নিয়ে একটি স্টল রয়েছে ঢাকা লিট ফেস্টে। সেখানেই আলাপকালে অমিত আশরাফ বলেন, ‘এটা যেহেতু একটা সাই-ফাই সিনেমা, তাই ইয়াং দর্শক আমাদের সিনেমার অন্যতম টার্গেট অডিয়েন্স। তাদের বিষয়টি জানাতেই এখানে স্টল দেয়া।’

দেশের প্রথম সাইবারপাঙ্ক সিনেমা প্রজেক্ট অমি। দেশের এ সিনেমায় অভিনয় করবেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসির উদ্দিন শাহ।

সিনেমাটির শুটিং শুরু হবে আসছে গ্রীষ্মে। সিনেমার পরিচালক অমিত আশরাফ শনিবার নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

প্রজেক্ট অমির প্রপস নিয়ে একটি স্টল রয়েছে ঢাকা লিট ফেস্টে। সেখানেই আলাপকালে অমিত আশরাফ বলেন, ‘এটা যেহেতু একটা সাই-ফাই সিনেমা, তাই ইয়াং দর্শক আমাদের সিনেমার অন্যতম টার্গেট অডিয়েন্স। তাদের বিষয়টি জানাতেই এখানে স্টল দেয়া।’

স্টলে সিনেমাটির প্রপসসহ প্রজেক্টের স্টোরি বোর্ডও দেখতে পাবেন দর্শক। এখানে রয়েছে ইউনিটের বানানো মুভার বাইক, আগামীর কম্পিউটার ও রোবট।

অমিত বলেন, ‘যে বাইকটি এখানে রয়েছে, সেটি উড়তে পারে। নাসির উদ্দিন শাহ এ বাইকটি চালাবেন।’

সিনেমাটিতে ব্যবহৃত হবে এই মুভার বাইক। ছবি: নিউজবাংলা

সিনেমাটি করতে এত সময় লাগার কারণ জানতে চাইলে অমিত বলেন, ‘এটি আমাদের জন্য নতুন ধরনের একটি কাজ। প্রোডাকশনসহ ফান্ডিংয়ের জন্যও আমাদের সময় লাগছে।’

তিনি আরও বলেন, ‘নাসির উদ্দিন শাহর শিডিউল এখনও নেয়া হয়নি। শিডিউল নিয়ে আগামী সামারে শুটিং করার পরিকল্পনা আছে।’

এ বিভাগের আরো খবর