বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যক্তি ও কর্মজীবনে ২০২২ আমাকে দিলো সেরা সাফল্য: মিম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ জানুয়ারি, ২০২৩ ০০:৫৪

'তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, বছরের সেরা ব্লকবাস্টার হিট ফিল্ম হলো আমার অভিনীত পরাণ ছবিটি। মুক্তি পাওয়া অন্য ছবি দামালের জন্য দর্শক ও বোদ্ধাদের এত এত প্রশংসা আমার বড় অর্জন, বড় প্রাপ্তি।'

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বিদায়ী বছর ২০২২ সালকে জীবনের স্মরণীয় বছর বলে মনে করছেন। নিউ ইয়ারের প্রথম প্রহরেই সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২২ সালের পর্যালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন মিম। সেই লেখায় উঠে এসেছে বছরজুড়ে ব্যক্তি ও কর্মজীবনে তার সাফল্যের বর্ণনা।

মিম লেখেন, '২০২২, আমার জীবনের স্মরণীয় একটি বছর। গল্পটা এই বছরকে নিয়েই। সকাল যেমন পূর্বাভাস দেয় দিনটি কেমন যাবে, তেমনি ২০২২ এর সৌন্দর্যের কিছুটা আভাস পেয়েছিলাম বছর শুরুর কিছুদিন আগে, ২০২১ এর নভেম্বরের ১০ তারিখ আমার জন্মদিনের দিন থেকে।

'দীর্ঘ আট বছর ধরে যাকে ভালোবেসেছি তাকেই জীবনসঙ্গী করে নিলাম। বিয়ের পর আমার জীবনের সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে যুক্ত হতে থাকল একের পর এক সুসংবাদ ও আমার সাফল্য।

'বছর শুরুর ঠিক আগের দিন এলো প্রথম সুসংবাদটি। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৯-এ দর্শকের ভোটে প্রথমবারের মতো সেরা চলচ্চিত্র অভিনেত্রী আমি। আর দরজা খুলে দেখতে পাই পুরস্কারটি আমার হাতে তুলে দিতে হাজির বড় বড় কর্তাব্যক্তিরা। সত্যি অনেক সারপ্রাইজড হয়েছিলাম।

'তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, বছরের সেরা ব্লকবাস্টার হিট ফিল্ম হলো আমার অভিনীত পরাণ ছবিটি। মুক্তি পাওয়া অন্য ছবি দামালের জন্য দর্শক ও বোদ্ধাদের এত এত প্রশংসা আমার বড় অর্জন, বড় প্রাপ্তি।

'ব্যক্তিজীবন ও কর্মজীবনে ২০২২ আমাকে দিলো সেরা সাফল্যগুলো। আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোট বোনের কাছে, আমার সব প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে।

'আমি ধন্যবাদ জানাই আমার ভক্তদের, যাদের সাপোর্ট না পেলে আমি আজ সবার মিম হতে পারতাম না। আগামীর পথচলায় সব সময় তাদের পাশে চাই। সবশেষে আগামী দিনে আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে সবার মনে ভালোবাসা বাড়াতে সবার কাছে দোয়া চাই।'

এ বিভাগের আরো খবর