শনিবার, ২০২২ সালের শেষ দিন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হলো জেকে ১৯৭১ সিনেমার বিশেষ প্রদর্শনী।
ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমাটি অংশ নিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রদর্শিত হওয়ার পর দেশেও সিনেমাটি প্রদর্শিত হলো।
সন্ধ্যা ৬ টায় প্রদর্শনী শুরুর আগে আমন্ত্রিত অতিথিদের সামনে কথা বলেন পরিচালক ফাখরুল আরেফীন। জানান, সিনেমার শুটিং শেষ হয়েছে ২০২২ সালের ৯ মার্চ।
তিনি বলেন, 'আমরা একটা ভুলই করে ফেলেছিলাম। তার খেসারত দিয়েছি আমরা। ২০২০ সালে নীল জোৎস্নার জীবন নামের উপন্যাস থেকে সিনেমা করার প্রি-প্রোডাকশন বন্ধ করে দেই এবং ২০২০ সালে জেকে ১৯৭১ এর চিত্রনাট্য শেষ করি।'
সিনেমার চিত্রনাট্য করতে শ্রীমঙ্গল গিয়েছিলেন মাসুম রেজাসহ কয়েকজন। আর সিনেমার শুটিং হয়েছে কলকাতায়। সিনেমায় বিদেশি অভিনয় শিল্পী বেশি বলেই কলকাতাতে শুটিং করেছেন বলে জানান পরিচালক।
আরেফীন বলেন, 'কাজটি শেষ করতে যতোটা সাপোর্ট প্রয়োজন ছিল, সেই সাপোর্ট ম্যানেজ করতে আমি ফেইল করেছিলাম। তখন কয়েকজন পাশে না দাড়ালে কাজটি শেষই হতো না। যাদের মধ্যে অন্যতম ফরিদ ভাই।'
ফাখরুল আরও জানান, কলকাতায় বন্যা হয়েছিল। সিনেমায় যে প্লেনটি দেখা যায়, সেটি মূলত সেট। বন্যায় সেটি অর্ধেক ডুবে গিয়েছিল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা জন নানাভাবে প্রচেষ্টা চালিয়েছেন। যার অনেক ঘটনাই রয়েছে আমাদের অজানা। ঠিক তেমনি এক ঘটনা ফরাসি যুবক জ্যঁ কুয়ের বিমান ছিনতাইয়ের।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি ছিনতাই করেন জ্যঁ কুয়ে।