ঠিক এক বছর আগে বড়দিনে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তামিল সিনেমার তুমুল জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সে সময় সিনেমাটির নাম প্রকাশ না করলেও এই দুই তারকা জানিয়েছিলেন, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে আসন্ন প্রজেক্টে কাজ করছেন তারা। তবে তার বেশ কিছুদিন পরেই জানা যায় সিনেমাটির নাম মেরি ক্রিসমাস।
ঘোষণার ঠিক এক বছর পর বড়দিনের আগের দিন প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম পোস্টার। ক্যাটরিনার ইনস্টাগ্রামে পোস্ট করা সেই পোস্টারে দুটি ভাঙা ওয়াইনের গ্লাস দেখানো হয়েছে। সম্ভবত ক্যাটরিনা ও বিজয়ের হাতে রয়েছে গ্লাস দুটি। সেখান থেকে ছড়িয়ে পড়ছে রেড ওয়াইন।
সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ২০২৩ সালে প্রেক্ষাগৃহে আসবে। এর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘আমরা এই ক্রিসমাসে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম… কিন্তু একটি টুইস্ট আছে। শিগগিরই সিনেমা হলে দেখা হবে!’
View this post on InstagramA post shared by Katrina Kaif (@katrinakaif)
বিজয়-ক্যাটরিনা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন, বিনয় পাঠক, সঞ্জয় কাপুর, টিনু আনন্দ, প্রতিমা কাজমি, শানমুগারজন, কেভিন জে বাবু এবং রাধিকা শরৎকুমারসহ অনেকে।
এদিকে সিনেমাটির গল্প নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেরি ক্রিসমাস একটি ক্রাইম থ্রিলার। যা বড়দিনের প্রাক্কালে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনা ঘিরে আবর্তিত, যেটি ক্যাটরিনা ও বিজয়ের দুনিয়াকে উল্টে দেয়।