দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরিচালিত সিনেমা সার্কাস। রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্দেজ ও পূজা হেগড়ে অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনে কি আশানুরূপ ব্যবসা করেছে।
বলিউড হাঙ্গামা বলছে, উদ্বোধনী দিনে সিনেমাটি যে পরিমাণ ব্যবসা করা উচিত ছিল তার অর্ধেক করেছে। প্রথম দিনে সিনেমাটি ৬ কোটি ৩৫ লাখ থেকে ৭ কোটি ৩৫ লাখ রুপির ব্যবসা করেছে।
সাধারণত রোহিত শেট্টির সিনেমা নিয়ে অনেকটাই বেশি প্রত্যাশা থাকে দর্শকের। তবে মুম্বাই ও গুজরাটের মতো জায়গাগুলো যে পরিমাণ দর্শক থাকার কথা ছিল, তা হয়নি।
উইলিয়াম শেকসপিয়ারের ক্লাসিক নাটক ‘দ্য কমেডি অফ এরস’ অবলম্বনে নির্মিত সার্কাসে আরও অভিনয় করেছেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিনী কালসেকার, সুলভা আর্য, ব্রজেশ হিরজি, সিদ্ধার্থ যাদবসহ অনেকে।