এবার নেপাল মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১০ম আসরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতল দেশের তরুণ ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা আদিম।
নেপালের কাঠমুণ্ডুতে চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামে বুধবার। এদিন ঘোষণা করা হয় এই পুরস্কার।
বিষয় নিশ্চিত করে নেপাল থেকে নিউজবাংলাকে যুবরাজ শামীম জানান, উৎসব আয়োজকদের আমন্ত্রণে সেখানে গত শনিবার উপস্থিত হয়েছেন, কিন্তু সিনেমাটি পুরস্কৃত হবে তা একদমই ভাবেননি তিনি।
সিনেমাটির এমন অর্জনে উচ্ছ্বসিত এই নির্মাতা বলেন, ‘আদিমের নির্মাতা হিসেবে এটা আমার জন্য তো বটেই, দেশের বাইরে যখন একাধিক পুরস্কার পাচ্ছে তখন আমাদের দেশের জন্যেও আনন্দের।’
সিনেমাটি একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। এর মধ্যে নিউইয়র্কে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।
শামীম বলেন, ‘নেপালের এই ফেস্টিভ্যালে আমি সরাসরি সিনেমাটি জমা দেইনি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর তাদের ওয়েবসাইডেও তো সিনেমাটি আছে। সেখান থেকেই আমার সিনেমাটির কথা ভেবেছেন তারা। হঠাৎ করেই তারা আমাকে সিনেমাটির জন্য আমন্ত্রণ জানালেন, আমিও স্বাদরে গ্রহণ করলাম, কিন্তু পুরস্কৃত হবে একদমই ভাবিনি।’
এদিকে একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে বলেও জানালেন শামীম। এর মধ্যে রয়েছে স্পেন, ইজরাইল, জাপান ও দক্ষিণ কোরিয়া।
খুনের দায় এড়াতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে বেড়ানো ভাসমান একজন পঙ্গু মানুষকে ঘিরে তৈরি আদিম-এর গল্প। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সম্প্রতি আনকাট সিনেমাটি।