বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্কারের শর্টলিস্টে প্রথমবার পাকিস্তানি সিনেমা

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২২ ২১:৩৯

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) বৃহস্পতিবার ৯৫তম অস্কার আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এতে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে জয়ল্যান্ড।

আরও একটি ইতিহাস তৈরি করল পাকিস্তানি সিনেমা জয়ল্যান্ড। অস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে সিনেমাটি। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির কোনো চলচ্চিত্র এ তালিকায় স্থান করে নিল।

অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) বৃহস্পতিবার ৯৫তম অস্কার আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

অস্কারের জন্য ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে জয়ল্যান্ড। এ তালিকায় মোট ১৫টি চলচ্চিত্র রয়েছে।

সিনেমাটি সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়ায় পরিচালক সাইম সাদিককে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

জয়ল্যান্ড-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ফোন কলে সাদিককে অভিনন্দন জানাচ্ছেন। মামালা বলেন, ‘আপনি ও আপনার টিমের জন্য আমি খুবই আনন্দিত। এটা সত্যিই বড় একটা খবর। এটি সব শিল্পীদের জন্য এবং পাকিস্তানের জন্যেও একটি দুর্দান্ত মুহূর্ত।’

View this post on Instagram

A post shared by Joyland (@joylandmovie)

এদিকে চলতি বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সতেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে জয়ল্যান্ড জিতে নেয় কুয়ের পাম পুরস্কার। যা পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসে প্রথম।

এ বিভাগের আরো খবর