ইউরোপের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটরড্যাম। সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি কনটেন্ট।
কনটেন্ট দুটি হলো নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল পেট কাটা ষ, অন্যটি ঋতু সাত্তার পরিচালিত শবনম।
অ্যান্থোলজি সিরিজ পেট কাটা ষ এর হবে আন্তর্জাতিক প্রিমিয়ার। প্রথমবারের মত বাংলা ওটিটি প্ল্যাটফর্মের কোনো কনটেন্টকে অফিসিয়াল সিলেকশন পেল রটরড্যামে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে চরকি।
অন্যদিকে ঋতু সাত্তার পরিচালিত শবনম প্রতিযোগিতা করবে অ্যামডো টাইগার শর্ট কম্পিটিশন বিভাগে। এটিও অনেক সম্মনের। বিষয়টি ঋতু তার ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন।
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটরড্যাম অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসে। ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।