বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘এই লোকটি অস্কারের যোগ্য’

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ১৪:১৩

ছবিটি পোস্ট করে নওয়াজউদ্দিন সিদ্দিকী লেখেন, ‘আমি তোমার চোখে আটকে যাচ্ছি, আমি সত্যিই বাঁচতে চাই না, কিন্তু আমি এখনও বেঁচে আছি।’

আসন্ন সিনেমা হাড্ডিতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এই সিনেমায় মোশন পোস্টারে নওয়াজউদ্দিনের ফার্স্ট লুক প্রকাশ পায় চলতি বছরের আগস্টে। সিলভার গাউন পরা সেই লুক দেখে নড়েচড়ে বসেন তার ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা; প্রশংসায় ভাসান অভিনেতাকে।

গত মাসেও সবুজ শাড়িতে ট্রান্সজেন্ডার নারীর চরিত্রের আরেক লুক প্রকাশ করেছিলেন তিনি। তাতেও মুগ্ধতা প্রকাশ করেছিলেন ভক্ত-অনুরাগীরা।

এবার হাড্ডিতে নিজের লুকের নতুন আরেকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নওয়াজউদ্দিন। লাল শাড়ি, গলা-কানে ভারী গয়না, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, চুলে আলগা খোঁপায় নজরকাড়া সেই ছবি দেখে প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।

ছবিটি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে হিন্দিতে লেখেন, ‘গিরফতার তেরি আঁখোঁ ম্যায় হোভে জা রহে হ্যায় হাম, জিনা নি হ্যায় ফির ভি জিয়ে যারে হ্যায় হাম।’

যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘আমি তোমার চোখে আটকে যাচ্ছি, আমি সত্যিই বাঁচতে চাই না, কিন্তু আমি এখনও বেঁচে আছি।’

সেই পোস্টে এক নেটিজেন লিখেছেন, ‘এই লোকটি অস্কারের যোগ্য।’

বিস্ময় প্রকাশ করে শুভেচ্ছা জানিয়ে অন্য একজন লিখেছেন, ‘হে ভগবান, আপনি সত্যিই একজন কিংবদন্তি, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা।’

নওয়াজউদ্দিনের অনেক পাকিস্তানি ভক্তও মন্তব্য করেছেন। তাদের একজন লিখেছেন, ‘স্যার, এমন কিছু কি আছে, যা আপনি করতে পারবেন না। পাকিস্তান থেকে ভালোবাসা।’

নওয়াজউদ্দিনকে ভালোবাসা জানিয়ে সেই ছবিতে এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।

অক্ষত অজয় শর্মা পরিচালিত প্রতিশোধমূলক গল্পের সিনেমা হাড্ডি মুক্তি পাবে ২০২৩ সালে।

এ বিভাগের আরো খবর