মুক্তিযুদ্ধের একটি অবিচ্ছিন্ন সত্য ঘটনার ছায়া অবলম্বনে ওমর ফারুকের মা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। সিনেমাটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত।
বিজয় দিবসকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১৭ ডিসেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান সিনেমাটির পরিচালক।
গল্পটি পিরোজপুর জেলার আমড়াঝুড়ি কাউখালী উপজেলার আশোয়া আমড়াঝুড়ি নামক স্থানের ওমর ফারুক ও তার মায়ের। সিনেমায় ওমর ফারুক ২১ বছরের যুবক, স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেন। ১৯৭১ সালের ২৩ মার্চ পিরোজপুরের টাউন ক্লাব চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ওমর ফারুক।
এক সন্ধ্যায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পিরোজপুরের ট্রেজারি ভেঙে লুট করেন অস্ত্র। আত্মগোপনে থেকে সুসংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। যুদ্ধের এক রাতে ফিরে ভাত খাবেন বলে মাকে কথা দিয়ে যান ওমর ফারুক। সেই রাত্রে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।
সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান, ওমর ফারুকের ভূমিকায় অভিনয় করেছেন সাঈদ বাবু। আরও আছেন বন্যা মির্জা, সাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্রসহ অনেকে।
৩ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়।