বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দম নেয়ার সময় আমার জীবনে নেই: মিথিলা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:১৬

মিথিলা বলেন, ‘অভিনয় ক্যারিয়ার নিয়ে আমার খুব উচ্চাশা নেই। ভালো কাজ করতে চাই, ভালো চরিত্রগুলো বেছে করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ আছে।’

রাফিয়াত রশিদ মিথিলা এখন দুই বাংলার অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে মিথিলা বেশি পরিচিত হলেও তার অন্য একটি ফুল টাইম প্রফেশন আছে। তিনি উন্নয়নকর্মী।

ভালোবেসে অভিনয় করেন। আর এ ভালোবাসার কাজটি তাকে এনে দিচ্ছে সম্মান-স্বীকৃতি। সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। যার একটি দুই বাংলায় অভিনয়ে অবদানের জন্যে মৈত্রী অ্যাওয়ার্ড। অন্যটি মায়া সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার।

পুরস্কার দুটিকে বড় পাওয়া বলে মনে করছেন মিথিলা। অনলাইনে মিথিলাকে নিউজবাংলার পক্ষ থেকে প্রশ্ন পাঠালে তিনি উত্তরে বলেন, ‘সত্যি বলতে, সিনেমার ক্যারিয়ারটা আমার প্রাইমারি প্রফেশন না। অভিনয়টাকে ভালোবাসি। সেটা যখন স্বীকৃতি পায় অবশ্যই ভালো লাগে। বন্ধুরা, পরিবারের সদস্যরা সবাই অভিনন্দন জানাচ্ছে, সেটা ভালো লাগছে।’

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার পেয়েছেন মিথিলা। ছবি: সংগৃহীত

মিথিলা অভিনীত মায়া সিনেমা তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে। অভিনেত্রী জানান, নতুন বছরে সিনেমাটি ভারতে মুক্তি পাবে। এছাড়া তার অভিনীত নীতিশাস্ত্র নামের আরেকটি সিনেমা অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ১৬ ও ১৮ ডিসেম্বর উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি হবে।

বাংলাদেশেও মিথিলার দুটি সিনেমার কাজ হয়ে আছে। জলে জ্বলে তারা, কাজলরেখা সিনেমা দুটির জন্য অপেক্ষা করছেন অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘আমার মনে হয় যে জলে জ্বলে তারা, কাজলরেখা আন্তর্জাতিক মানের সিনেমা। সেগুলো নিশ্চয়ই অনেক ফেস্টিভ্যালে যাবে এবং সমাদিত হবে, সিনেমাগুলোর সেই পটেনশিয়াল আছে।’

অভিনেত্রীর আশা, দুই বাংলার মানুষ যেন সিনেমাগুলো দেখার সুযোগ পায়।

মিথিলার ভাষ্যে, ‘অভিনয় ক্যারিয়ার নিয়ে আমার খুব উচ্চাশা নেই। ভালো কাজ করতে চাই, ভালো চরিত্রগুলো বেছে করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ আছে।’

ফুল টাইম চাকরির জন্য দম ফেলার সময় থাকে না মিথিলার। এর মধ্যেই সিনেমা নিয়ে তার এ অর্জন তাকে কতটুকু স্বস্তি দেয় জানতে চাইলে মিথিলা বলেন, ‘দম নেয়ার সময় আসলে আমার জীবনে নেই। কারণ, আমার একটা ফুল টাইম প্রফেশন আছে, যার কারণে আফ্রিকাতে আমার এত বেশি ট্রাভেল করতে হয়। সেটা করে আমি খুব অল্প অভিনয় করি। সেটা যখন স্বীকৃতি পায়, সেটা খুব ভালোলাগা দেয়।’

এ বিভাগের আরো খবর