বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারীপ্রধান সিনেমা পুরুষের সমান বাজেট পায় না: হুমা

  •    
  • ১০ ডিসেম্বর, ২০২২ ০৮:৪০

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি বলেন, ‘যদি দুজন লোক থাকে যারা তাদের ক্যারিয়ারে এবং বক্স অফিসের দিক থেকে সমান ভাবে কাজ করে, তবে তাদের একই পরিমাণ বেতন দেয়া উচিত, যা তারা করেন না। এটা খুবই দুঃখজনক।’

ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ মহারানি সিজন ওয়ান ও টুতে অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।

তবে নারী কেন্দ্রীয় চরিত্রের সিনেমাগুলো যে পুরুষ কেন্দ্রীক সিনেমার সমান বাজেট পায় না তা নিয়ে মুখ খুললেন গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত এই অভিনেত্রী।

শুক্রবার ভারতীয় টেলিভিশন আজতাক-এর ‘মহারানি’ নামে একটি অধিবেশনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সেখানেই বলিউডে নারী ও পুরুষ অভিনেতার পারিশ্রমিক বৈষম্য নিয়ে নানা কথা বলেছেন হুমা।

হুমা বলেন, ‘যদি দুজন লোক থাকে যারা তাদের ক্যারিয়ারে এবং বক্স অফিসের দিক থেকে সমান ভাবে কাজ করে, তবে তাদের একই পরিমাণ বেতন দেয়া উচিত, যা তারা করেন না। এটা খুবই দুঃখজনক।’

নিজেকে দিয়ে উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘আমাকে যদি একটি অ্যাকশন ফিল্ম বানাতে হয় এবং আমার লেভেলের একজন অভিনেতাও সেটা বানাতে চান, তাহলে আমাদের দুজনের বাজেট অনেক আলাদা হবে, কারণ সে একজন পুরুষ।

‘প্রায়ই বলা হয় যে নারী প্রধান অ্যাকশন ফিল্ম চলে না, পুরুষ প্রধান অ্যাকশন ফিল্ম চলে। আপনি যদি পুরুষ প্রধান এবং নারী প্রধান নিয়ে নির্মিত চলচ্চিত্রের অনুপাত দেখেন তবে এটি খুব হতাশাজনক, কিন্তু এখন বেশ কয়েকজন নারী তারকা কাজ করছেন।’

এ বিভাগের আরো খবর