আর কিছুদিনের মধ্যেই বড়পর্দায় পা রাখতে চলেছেন সুহানা খান। যদিও এর আগে ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি, তবে সেটা মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। এবার বাবা শাহরুখ খানের হাত ধরে ‘কিং’ ছবিতে অভিনয় করার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। এই সবের মধ্যেই আলিবাগে একটি জমি কিনেছিলেন শাহরুখ কন্যা। মুম্বাই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগের সেই জমির দাম ১২.৯১ কোটি রুপি।
জানা যাচ্ছে, এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল। পাশাপাশি এও শোনা যাচ্ছে, এই জমি সুহানা কিনেছিলেন তিন বোন-অঞ্জলি, রেখা, প্রিয়ার থেকে। তারা এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ৭৭.৪৬ লাখ টাকা দিয়ে ইতোমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে বলেও জানা গেছে। জমি কেনার পুরো প্রক্রিয়া ‘দেজাভু ফার্ম প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়, যারা শাহরুখ পত্নী গৌরী খানের মায়ের আত্মীয়।
এর আগে সুহানা আলিবাগেই প্রায় ১০ কোটি রুপির আরেকটি সমুদ্রতীরবর্তী সম্পত্তি কিনেছিলেন। এখন বিতর্কের কেন্দ্রবিন্দু হলো- কীভাবে সুহানাকে কৃষক হিসেবে দেখানো হলো এবং কৃষি জমি কেনার অনুমতি ছাড়াই এতবড় লেনদেন সম্পন্ন হরো। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। রেসিডেন্ট ডেপুটি কালেক্টর এবং সংশ্লিষ্ট তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নথিপত্র যাচাই করে রিপোর্ট জমা দেন। এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে শাহরুখ খান অথবা সুহানা খানের তরফ থেকে কোনো বিবৃতি শোনা যায়নি। খুব সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহানা। কিন্তু এই আচমকা তৈরি হওয়া সমস্যা শাহরুখ কন্যার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করবে কি না, সেটাই এখন দেখার।